1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
টানা চারদিন ধরে দরপতনে পুঁজিবাজার
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন

টানা চারদিন ধরে দরপতনে পুঁজিবাজার

  • পোস্ট হয়েছে : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
dse-cse-loss

টানা চারদিন ধরে দরপতনের মধ্যে রয়েছে দেশের পুঁজিবাজার। গত চারদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২ দশমিক ৫৮ শতাংশ পয়েন্ট হারিয়েছে।

গতকাল সর্বশেষ কার্যদিবসে আগের দিনের তুলনায় ৫১ দশমিক ৫ পয়েন্ট কমে ৬ হাজার ৭ পয়েন্টে নেমেছে এ সূচক। গতকাল সর্বশেষ কার্যদিবসে ডিএসইর সব সূচকই ছিল নিম্নমুখী। লেনদেনও ছিল একই প্রবণতায়। পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও শেষ হয়েছে সব সূচকে পতনের মধ্য দিয়ে।

ডিএসইতে গতকাল ৫৬৩ কোটি ৫৩ লাখ ২৩ হাজার টাকার ১৮ কোটি ৩৪ লাখ ৭৪ হাজার ৭১১টি শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৫৪ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকার ২০ কোটি ৮৩ লাখ ১৪ হাজার ৬৪৬টি শেয়ার। সে হিসাবে লেনদেন কমেছে ২৫ দশমিক ৩ শতাংশ।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ গতকাল ১২ পয়েন্ট কমে ২ হাজার ৬৪ পয়েন্টে নেমেছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৭৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএসও গতকাল দিন শেষে ১২ পয়েন্ট হারিয়ে ১ হাজার ৩০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বীকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রেনাটা ফার্মাসিউটিক্যালস, ফরচুন, আফতাব অটো, উত্তরা ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, গ্রামীণফোন ও বিবিএস কেবলসের শেয়ারের।

এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৩০৫টির আর অপরিবর্তিত ছিল ৪৮টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২০ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে ছিল প্রকৌশল খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ শতাংশ দখলে ছিল ওষুধ খাতের। ১২ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে ছিল খাদ্য খাত। মোট লেনদেনের ১২ দশমিক ২ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল বস্ত্র খাত। ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ৪ শতাংশ।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন নিম্নমুখী ছিল। এক্সচেঞ্জটির নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৭৫ পয়েন্ট কমে ১০ হাজার ৩৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০ হাজার ৪৪১ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১২৪ পয়েন্ট কমে ১৭ হাজার ২৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৭ হাজার ৩৮৭ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৪৫টির আর অপরিবর্তিত ছিল ২৮টির বাজারদর। গতকাল সিএসইতে ১৬ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২০ কোটি টাকা।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ