সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতনে শেষ হয়েছে লেনদেন। একই সাথে গতদিনের তুলনায় কমেছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৮ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৪৫ টির, কমেছে ৩০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির।
ডিএসইতে আজ ৫৬৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা আগের কার্যিদিবসে ছিল ৭৫৪ কোটি ১৪ লাখ টাকা।
এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫১ দশমিক ৫১ পয়েন্ট কমে ৬ হাজার ০৬ পয়েন্টে এসেছে।
এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৭৪ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩০৯ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ২ হাজার ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।