1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
ব্যাংকের শেয়ারে আস্থা হারাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

ব্যাংকের শেয়ারে আস্থা হারাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা

  • পোস্ট হয়েছে : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
Bank

ব্যাংকের শেয়ার বিক্রি করে বিনিয়োগ তুলে নিচ্ছেন পুঁজিবাজারের বিদেশি বিনিয়োগকারীরা। ব্যাংকের শেয়ারে আস্থা রাখতে পারছে না তারা। গত এক বছরে বিভিন্ন ব্যাংকের ৩৮ কোটি ৯০ লাখের বেশি শেয়ার বিক্রি করেছেন তারা। তালিকাভুক্ত ব্যাংকগুলোতে বিদেশিদের বিনিয়োগের চিত্র পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে।

বিশ্লেষকরা বলেন, বিদেশি বিনিয়োগকারীরা অত্যন্ত চালাক। তারা যেখানে লাভ বেশি দেখেন, সেখানে বিনিয়োগ করেন এবং মুনাফা তুলে নেয়ার চেষ্টা করেন। দেশের ব্যাংকখাত দীর্ঘদিন ধরেই এক প্রকার সমস্যার মধ্যে রয়েছে। খেলাপি ঋণে জর্জরিত বেশিরভাগ ব্যাংক। পরিচালন মুনাফাও ভালো হচ্ছে না। এ কারণে ব্যাংকের প্রতি বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন না।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৬টি ব্যাংকের শেয়ারে বিদেশিদের বিনিয়োগ রয়েছে। তবে ঢাকা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং রূপালী ব্যাংকে বিদেশিদের বিনিয়োগ নেই।

২০২০ সালের ডিসেম্বর শেষে এই ব্যাংকগুলোর প্রায় ১২১ কোটি ৫০ লাখ ৮৬ হাজার শেয়ার বিদেশিদের কাছে রয়েছে। এক বছর আগে অর্থাৎ ২০১৯ সালের ডিসেম্বর শেষে বিদেশিদের কাছে ব্যাংকের শেয়ার ছিল প্রায় ১৬০ কোটি ৪১ লাখ ১৩ হাজার। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন ব্যাংকের ৩৮ কোটি ৯০ লাখ ২৭ হাজার শেয়ার ছেড়ে দিয়েছেন।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে যে ২৬টি ব্যাংকে বিদেশিদের বিনিয়োগ রয়েছে, তার মধ্যে গত এক বছরে মাত্র দুটি ব্যাংকে তারা বিনিয়োগ বাড়িয়েছেন। এর মধ্যে ইস্টার্ন ব্যাংকের দুই কোটি ২৪ লাখ ৮৬ হাজারের বেশি শেয়ার গত এক বছরে নতুন করে কিনেছেন বিদেশিরা। ফলে কোম্পানিটির ৩.১৭ শতাংশ বা দুই কোটি ৫৭ লাখ ৩৪ হাজার শেয়ার এখন বিদেশিদের কাছে রয়েছে।

বিদেশিদের বিনিয়োগ বাড়া অপর প্রতিষ্ঠান সোস্যাল ইসলামী ব্যাংকের এক কোটি ২৮ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে বিদেশিদের হাতে, যা কোম্পানিটির মোট শেয়ারের ১.৩৭ শতাংশ। গত এক বছরে ব্যাংকটির তিন লাখ ৭৫ হাজার শেয়ার নতুন করে কিনেছেন বিদেশিরা।

এদিকে গত এক বছরে বিদেশিরা সবচেয়ে বেশি বিক্রি করেছেন সিটি ব্যাংকের শেয়ার। এক বছর আগে কোম্পানিটির ৯.৬৭ শতাংশ বা ৯ কোটি ৮২ লাখ ৮৫ হাজার শেয়ার ছিল বিদেশিদের কাছে। তবে গত এক বছরে বিদেশিরা ব্যাংকটির পাঁচ কোটি ৫২ লাখ ৯১ হাজার শেয়ার বিক্রি করে দেয়া, সেই সংখ্যা কমে চার কোটি ২৯ লাখ ৯৩ হাজার বা ৪.২৩ শতাংশে নেমে এসেছে।

বিদেশিদের সর্বোচ্চ বিনিয়োগ তুলে নেয়ার দিক থেকে এর পরের স্থানেই রয়েছে ব্র্যাক ব্যাংক। গত এক বছরে বিদেশিরা ব্যাংকটির পাঁচ কোটি ১৮ লাখ ৪২ হাজার শেয়ার বিক্রি করেছেন। বিপুল পরিমা শেয়ার বিক্রির পরও এখনো ব্যাংকটিতে বিদেশিদের সর্বোচ্চ বিনিয়োগ রয়েছে। এখন ব্যাংকটির ৩৯.৫৭ শতাংশ বা ৫২ কোটি ৪৬ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে বিদেশিদের কাছে।

এছাড়া গত এক বছরে বিদেশিরা সবচেয়ে বেশি বিনিয়োগ তুলে নিয়েছেন যেসব ব্যাংক থেকে, তার মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক। এ ব্যাংকগুলোর কোটির ওপর শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা।

এর মধ্যে ইসলামী ব্যাংকের চার কোটি ৮১ লাখ ৩৮ হাজার, সাউথইস্ট ব্যাংকের চার কোটি ৫৬ লাখ ৫৫ হাজার, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দুই কোটি ৭ লাখ ৬৫ হাজার, এক্সিম ব্যাংকের দুই কোটি ৩৮ লাখ ৬৭ হাজার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দুই কোটি ৯ লাখ ৬৭ হাজার, মার্কেন্টাইল ব্যাংকের এক কোটি ৭৮ লাখ ১০ হাজার, ন্যাশনাল ব্যাংকের দুই কোটি ৬৬ লাখ ৭৭ হাজার, ওয়ান ব্যাংকের এক কোটি ৯৩ লাখ এবং প্রিমিয়ার ব্যাংকের দুই কোটি ২৭ লাখ ৪ হাজার শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা।

২০২০ সালের ডিসেম্বর শেষে বিদেশিদের কাছে ইসলামী ব্যাংকের ২০.৫৮ শতাংশ বা ৩৩ কোটি ১৩ লাখ ৩৬ হাজার, সাউথইস্ট ব্যাংকের ১.৭০ শতাংশ বা ২ কোটি ২ লাখ ১২ হাজার, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১.০২ শতাংশ বা ১ কোটি ৮ লাখ ৬২ হাজার, এক্সিম ব্যাংকের ১.৮৯ শতাংশ বা ২ কোটি ৬৬ লাখ ৯১ হাজার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২.০৩ শতাংশ বা ১ কোটি ৯২ লাখ ৬০ হাজার, মার্কেন্টাইল ব্যাংকের ৪.৪৩ শতাংশ বা ৪ কোটি ৩৫ লাখ ৯২ হাজার, ন্যাশনাল ব্যাংকের ১.০৪ শতাংশ বা ৩ কোটি ১৮ লাখ ৯১ হাজার, ওয়ান ব্যাংকের ০.৫২ শতাংশ বা ৪৬ লাখ ৪ হাজার এবং প্রিমিয়ার ব্যাংকের ২.২৯ শতাংশ বা ২ কোটি ২২ লাখ ২০ হাজার শেয়ার আছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ