1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
প্রথম ঘন্টায় লেনদেন ১৮৯ কোটি টাকা
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

প্রথম ঘন্টায় লেনদেন ১৮৯ কোটি টাকা

  • পোস্ট হয়েছে : সোমবার, ১১ মার্চ, ২০২৪

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার (১১ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরু হওয়ার প্রথম ঘন্টায় বৃদ্ধি পেয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইতে ১৮৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ০৮৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ০৮৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৪টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ