1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বড় পতনেও স্বস্তিতে ১২ কোম্পানির বিনিয়োগকারীরা
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

বড় পতনেও স্বস্তিতে ১২ কোম্পানির বিনিয়োগকারীরা

  • পোস্ট হয়েছে : রবিবার, ১০ মার্চ, ২০২৪
share-top-economicbd

সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (১০ মার্চ) শেয়ারবাজারে বড় পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে সাড়ে ৯৭ পয়েন্টের বেশি। সূচকের এমন পতনেও ১২ কোম্পানির বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তিতে রয়েছে। কারণ কোম্পানিগুলোর শেয়ারের দাম ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

কোম্পানিগুলো হলো- পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স, গোল্ডেন সন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সেন্ট্রাল ফার্মা, জিকিউ বলপেন, কাট্টালি টেক্সটাইল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, অলিম্পিক এক্সেসরিজ, ইন্টারন্যাশনাল লিজিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

কোম্পানিগুলোর মধ্যে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় হল্ডেট হয়ে ক্রেতাশুন্য হয়েছে তিন কোম্পানি। যেগুলো হলো- পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স, গোল্ডেন সন এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে পিপলস লিজিংয়ের শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ, গোল্ডেন সনের ৯.৯৪ শতাংশ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯.৯১ শতাংশ।

অন্যদিকে, আজ সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বেড়েছে ৭.৪৬ শতাংশ, জিকিউ বলপেনের ৭.০৯ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৬.০৭ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.৮১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৩৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.১৮ শতাংশ, জুট স্পিনার্সের ৪.১৪ শতাংশ এবং তাওফিকা ফুডসের ৫.১১ শতাংশ।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ