1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
আজ দরবৃদ্ধির শীর্ষে গোল্ডেন সন
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

আজ দরবৃদ্ধির শীর্ষে গোল্ডেন সন

  • পোস্ট হয়েছে : রবিবার, ১০ মার্চ, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৮৪টির। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রবিবার (১০ মার্চ) গোল্ডেন সনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ।

রবিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- জিকিউ বলপেন, কাট্টালি টেক্সটাইল, অলিম্পিক এক্সেসরিজ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লাভেলো আইসক্রিম, মুন্নু ফেব্রিকস, প্যারামউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ