1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের নিট মুনাফা কমেছে ৩০ শতাংশ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের নিট মুনাফা কমেছে ৩০ শতাংশ

  • পোস্ট হয়েছে : রবিবার, ১০ মার্চ, ২০২৪

বীমা খাতের তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৩০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে ৪ কোটি টাকা বা ৩০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ১৯ পয়সা।়

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টায় হাইব্রিড সিস্টেমে এজিএম আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২ এপ্রিল।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫১ পয়সা।

১৯৯৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৩ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯৩ কোটি ৮৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৫৮১। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪১ দশমিক ১১ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৯৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে। ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৭ টাকা ১০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের দর ২৩ টাকা ৭০ থেকে ৩২ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ