1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বিনিয়োগকারীদের বেশি আগ্রহ ১৩ কোম্পানির শেয়ারে
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:১০ অপরাহ্ন

বিনিয়োগকারীদের বেশি আগ্রহ ১৩ কোম্পানির শেয়ারে

  • পোস্ট হয়েছে : বুধবার, ৬ মার্চ, ২০২৪
sharebazar

সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (০৬ মার্চ) শেয়ারবাজারে সূচকের বড় লাফ দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ৩৫ পয়েন্ট। সূচকের এমন উত্থানের দিনে ১৩ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বেশি আগ্রহ দেখা গেছে।

বিনিয়োগকারীদের আগ্রহের কারণে কোম্পানিগুলোর শেয়ারের দাম আজ সাড়ে ৪ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এরমধ্যে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় হল্টেড হয়েছে ২ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এরমধ্যে নতুন বাজারে আসা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.৯০ শতাংশ।

এছাড়া, ডিএসইতে আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ইয়াকিন পলিমালরের শেয়ারও লেনদেন হতে দেখা গেছে। জেড গ্রুপের কোম্পানিটির শেয়ারে শেষ বেলায় সেল প্রেসারে পিছুটান দেখা যায়। আজ কোম্পানিটির শেয়ার ৭.৭৬ শতাংশ বেড়ে ক্লোজিং হয়েছে।

অন্যদিকে, আজ বৃটিশ অ্যামেরিকা ট্যোবাকো, শাশা ডেনিম, গোল্ডেন সন, সায়হাম কটন, জুট স্পিনার্স, সানলাইফ ইন্সুরেন্স, আফতাব অটোমোবাইলস, ক্রিস্টাল ইন্সুরেন্স, পপুলারফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ও এমারেন্ড ওয়েলের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে। যার কারণে কোম্পানিগুলোর শেয়ারের দামে বেশি ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ