1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ইউনিক মেঘনাঘাট পাওয়ার
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ইউনিক মেঘনাঘাট পাওয়ার

  • পোস্ট হয়েছে : সোমবার, ৪ মার্চ, ২০২৪

বেসরকারি খাতের বিদ্যুতকেন্দ্র ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে। কোম্পানিটির কাছ থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুত কিনবে। ইতোমধ্যে বিপিডিবি কোম্পানিটিকে বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ নির্ধারণ করে দিয়েছে। বিপিডিবির চিঠি অনুসারে, আাগামী ১১ মার্চ ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। আর ওইদিন থেকে কোম্পানিটির কাছ থেকে উৎপাদিত বিদ্যুৎ কিনবে বিপিডিবি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের উৎপাদনক্ষমতা ৫৮৪ মেগাওয়াট। নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত এই কেন্দ্রটি গ্যাস/আর-এলএনজি পরিচালিত।

ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের কাছ থেকে আগামী ২২ বছর বিদ্যুৎ কিনবে বিপিডিবি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস আলোচিত ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ৩৭ দশমিক ২৪ শতাংশ শেয়ারের মালিক।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ