1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বিদায়ী সপ্তাহে ৫ কোম্পানির দাপট
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

বিদায়ী সপ্তাহে ৫ কোম্পানির দাপট

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
dse-cse-top

বিদায়ী সপ্তাহে (২৫-২৯ ফেব্রুয়ারি) চার কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি উভয় স্টক এক্সচেঞ্জে দাপট দেখিয়েছে। কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস, সেন্ট্রাল ফার্মা, রূপালী লাইফ ইন্সুরেন্স, কাট্টালি টেক্সটাইল এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। এই ৫ প্রতিষ্ঠান উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনারের শীর্ষ তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনারের তালিকার শীর্ষে অবস্থান করছে ফাইন ফুডস লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ২৫.১৮ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এই কোম্পানির ২৭ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রতিষ্ঠানটি গেইনার তালিকার প্রথম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ৩০.৭৫ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই কোম্পানিটির ১ কোটি ৫৩ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর গেইনারের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ২৪.৭২ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১৫৮ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৩৯ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনারের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৪.৪৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই কোম্পানিটির ২ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৬.৮৪ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ২৫ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৬ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.০৭ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই কোম্পানির ১৮ লাখ ৭৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর গেইনারের তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫.৭৩ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ২৮ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৭ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনারের তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৭.১৪ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই কোম্পানিটির ৩১ লাখ ০১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর গেইনারের তালিকায় সপ্তম স্থানে অবস্থান করছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪.৩৫ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৩৪ কোটি ১৬ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৪ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনারের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২৩.১৬ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই কোম্পানিটির ২ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ