1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
উভয় শেয়ারবাজারে ৬ কোম্পানির বড় পতন
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

উভয় শেয়ারবাজারে ৬ কোম্পানির বড় পতন

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদায়ী সপ্তাহে (১৮-২২ ফেব্রুয়ারি) শেয়ারবাজরে উত্থান ও পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে উভয় শেয়ারবাজারে ৬ কোম্পানির শেয়ারে বড় পতন হয়েছে। যেগুলো হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বাংলাদেশ মনোস্পুল পেপার, সাফকো স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, আফতাব অটোমোবাইলস এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরপতন বা লুজারের তালিকার প্রথম স্থানে অবস্থান করছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২১.৫৮ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ১৪ কোটি ৪৪ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটি দরপতরের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২২.০৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই প্রতিষ্ঠানের ২৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে মনোস্পুল পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭.০২ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এই কোম্পানিটির ৩৬ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি দরপতনের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৮.৪৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই কোম্পানিটির ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর দরপতনের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সাফকো স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫.৬৩ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এই কোম্পানিটির ১ কোটি ৩৩ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি দরপতনের তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫.৩৮ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দরপতনের তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ইউনিয়ন ক্যাপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩.৬০ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৫ কোটি ৬২ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি দরপতনের তালিকায় দশম স্থানে অবস্থান করেছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ১৩.৬০ শতাংশ শেয়ারদর কমেছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই কোম্পানিটির ৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর দরপতনের তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে আফতাব অটোমোবাইলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩.৫৭ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৮০ কোটি ৮৫ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি দরপতনের তালিকায় সপ্তম স্থানে অবস্থান করেছে। সিএসইতে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৪.১৯ শতাংশ দর কমেছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৮১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর দরপতনের তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে ইন্টারন্যাশনাল লিজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২.৩১ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি দরপতনের তালিকায় নবম স্থানে অবস্থান করেছে। সিএসইতে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৩.৬৩ শতাংশ দর কমেছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ