শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই বিমা কোম্পানির বোর্ড সভা আজ রোববার অনুষ্ঠিত হবে। যেগুলো হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
সভায় কোম্পানি দুটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স
কোম্পানিটির বোর্ড বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২৫ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডে দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭২ পয়সা।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স
কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬১ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৪২ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৫ পয়সা।