বিদায়ী সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৭৩টির দর বেড়েছে, ৩০৯টির দর কমেছে, ১৬টির দর অপরিবর্তিত ছিল এবং ১১টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৫.৭৬ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রিং শাইনের ১৩.১৬ শতাংশ, শামপুর সুগার মিলসের ১২.৭৫ শতাংশ, ইয়াকিন পলিমারের ১২.৪৬ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ১২.৪৪ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ১২.২৬ শতাংশ, নূরানী ডাইংয়ের ১১.৭৬ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১১.৪৮ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ১১.২৭ শতাংশ এবং রূপালী ব্যাংক পিএলসির ১১.২৪ শতাংশ শেয়ারদর কমেছে।