বিদায়ী সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৭৩টির দর বেড়েছে, ৩০৯টির দর কমেছে, ১৬টির দর অপরিবর্তিত ছিল এবং ১১টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৯.৫৫ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ২৮.২৬ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ২৮.২১ শতাংশ, মুন্নু ফেব্রিকসের ২০.৭১ শতাংশ, খান ব্রাদার্সের ১৭.৩৮ শতাংশ, এসবিএসি ব্যাংকের ১৭.০০ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১৫.৬৬ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৪.৬৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৪.২৯ শতাংশ এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ১৪.০৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।