1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
আয় বেড়েছে লিজিং খাতের ১১ কোম্পানির
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

আয় বেড়েছে লিজিং খাতের ১১ কোম্পানির

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের বা লিজিং খাতের ২৩টি কোম্পানির মধ্যে সমাপ্ত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) ১১টি কোম্পানির শেয়ারপ্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বা ক্যাশ ফ্লো বেড়েছে। একই সময়ে ৭টি কোম্পানির ক্যাশ ফ্লো কমেছে। বাকি ৫টি কোম্পানি জানুয়ারি-সেপ্টেম্বর’২৩ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ক্যাশ ফ্লো বাড়ার কোম্পানিগুলো হলো- বিডি ফাইন্যান্স, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ইন্ডাসিট্রয়াল ডেভলপমেন্ট লিজিং, আইপিডিসি ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।

ডেল্টা ব্রাক হাউজিং ফাইন্যান্স
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্যাশ ফ্লো বেড়েছে ডেল্টা ব্রাক হাউজিং ফাইন্যান্সের। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪৩ টাকা ১৮ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ২৯ টাকা ৩৪ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সমাপ্ত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৭২ টাকা ৫৩ পয়সা।

বিডি ফাইন্যান্স
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪১ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সমাপ্ত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ২০ পয়সা।

ফার্স্ট ফাইন্যান্স
অর্থবছরের প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৭২ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সমাপ্ত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৬১ পয়সা।

আইডিএলসি ব্যাংক
অর্থবছরের প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৬৯ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ৫৩ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সমাপ্ত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৫২ টাকা ৭৬ পয়সা।

আইপিডিসি ফাইন্যান্স
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৮ টাকা ২২ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ২২ টাকা ৬৬ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সমাপ্ত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১৪ টাকা ৪৪ পয়সা।

ইসলামিক ফাইন্যান্স
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৮৪ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ১৫ টাকা ১৪ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সমাপ্ত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা।

লংকাবাংলা ফাইন্যান্স
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩ টাকা ৪৩ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ১১ টাকা ০৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সমাপ্ত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১৪ টাকা ৫২ পয়সা।

মাইডাস ফাইন্যান্স
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৪৯ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ২ টাকা ৫৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সমাপ্ত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৪ টাকা ০৮ পয়সা।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৭ টাকা ১৪ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ১৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সমাপ্ত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৬ টাকা ৪৬ পয়সা।

ইউনিয়ন ক্যাপিটাল
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ১৮ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সমাপ্ত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১ টাকা ৫৭ পয়সা।

ইউনাইটেড ফাইন্যান্স
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৫৯ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ১০ টাকা ২০ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সমাপ্ত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১ টাকা ৫৭ পয়সা।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ