1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
উত্থানের বাজারে ২ কোম্পানির ভরাডুবি
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

উত্থানের বাজারে ২ কোম্পানির ভরাডুবি

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিদায়ী সপ্তাহে (০৪-০৮ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। কিন্তু উত্থানের বাজারেও উভয় শেয়ারবাজারে দুই কোম্পানির শেয়ারে পতন হয়েছে। যেগুলো হলো- খান ব্রাদার্স এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। ডিএসই ও সিএসই স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরপতন বা লুজারের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে খান ব্রাদার্স। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ৯.৪১ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এই প্রতিষ্ঠানের ৭ কোটি ২৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি দরপতরের তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে খান ব্রাদার্স। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ১০.০১ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ প্রতিষ্ঠানের ৫৭ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দরপতনের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আনোয়ার গ্যালভানাইজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮.৩৫ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ২ কোটি ৬৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৫৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে আনোয়ার গ্যালভানাইজিং দরপতনের তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২.৪৭ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১০ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ