বিদায়ী সপ্তাহে (০৪-০৮ ফেব্রুয়ারি) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে দাপট দেখিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। যেগুলো হলো- সিকদার ইন্সুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিক, সেন্ট্রাল ফার্মা, এবি ব্যাংক, এ্যাডভেন্ট ফার্মা এবং এস আলম কোল্ড রোল্ড স্টীলস লিমিটেড। এই ৭ প্রতিষ্ঠান উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনার তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে সিকদার ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিষ্ঠানটির ৬০.১০ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রতিষ্ঠানটি গেইনার তালিকার প্রথম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ৬০.১০ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে প্রতিষ্ঠানটির ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৬.৩৬ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিষ্ঠানটির ৪ কোটি ১২ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার দ্বিতীয় স্থান অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৫.১৭ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৩৫ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে শাইনপুকুর সিরামিকস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৫.১৪ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৭ কোটি ৫৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৩.৯৭ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ১ কোটি ০৭ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে সেন্ট্রাল ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩১.৫৬ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ২০ কোটি ২২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩১.৬৯ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ০৪ কোটি ৩০ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে এবি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩০.৭৭ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ০৬ কোটি ২৩ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০.৭৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ৭ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে এ্যাডভেন্ট ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯.৬০ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ১১ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে প্রতিষ্ঠানটি গেইনার তালিকার নবম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৯.৭১ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ১ কোটি ৭৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার দশম স্থানে অবস্থান করছে এস. আলম কোল্ড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২২.৮২ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১ কোটি ০৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩৫.০৬ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।