বিনিয়োগকারীদের কাছে নগদ লভ্যাংশ প্রেরণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশগুলো বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- লিগাসি ফুটওয়ার লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিগুলো।
লিগাসি ফুটওয়ার: আলোচ্য সময়ে কোম্পানিটি দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০২১ সালে বিনিয়োগকারীদের ১ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
নাভানা ফার্মাসিউটিক্যালস: আলোচ্য সময়ে কোম্পানিটি ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগের বছর বিনিয়োগকারীদের ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
স্যালভো ক্যামিকেল: আলোচ্য সময়ে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগের বছর বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।