1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

  • পোস্ট হয়েছে : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
boardmetting

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো-বঙ্গজ ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বঙ্গজ লিমিটেড: আগামী ১৭ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

বঙ্গজ লিমিটেড ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন সাত কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানির মোট ৭৬ লাখ ২৪ হাজার ৬৪৩ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে ৩০.৯৯ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.৭১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৬৩.২০ শতাংশ শেয়ার রয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য তিন শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (উদ্যোক্তা ও পরিচালকদের ব্যতিত) দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৮৮ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৪ পয়সা (ঘাটতি)।

তাল্লু স্পিনিং মিলস লিমিটেড: আগামী ১৭ জানুয়ারি বিকাল ৪টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

বস্ত্র খাতের কোম্পানিটি ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮৯ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১০৪ কোটি ৮৪ লাখ টাকা।

কোম্পানির মোট ৮ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৩৭৫ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৪৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১৬ শতাংশ এবং বাকি ৪৮.৩৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড দেয়নি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় লোকসান হয়েছে ৩ টাকা ২ পয়সা এবং ২০২২ সালের ৩০ জুনে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সা। আর আলোচিত অর্থবছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৪ পয়সা।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ