খিস্টানদের বড় দিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর শেয়ারবাজার বন্ধ ছিল। ফলে বিদায়ী সপ্তাহে (২৪-২৮ ডিসেম্বর) শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৪৯টির দর বেড়েছে, ১৩৩টির দর কমেছে, ২০৬টির দর অপরিবর্তিত ছিল এবং ১৭টির লেনদেন হয়নি।
সপ্তাহের চার কর্মদিবসে সবচেয়ে বেশি দর কমেছে লিবরা ইনফিউশনের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩৬.৮২ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক চার কর্মদিবসে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের দর কমেছে ৩৬.৮৫ শতাংশ, সী পার্ল রিসোর্টের ১৯.৬০ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১৩.০৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১২.৬০ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১১.৯৪ শতাংশ, ক্যাপিটাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১১.১১ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৯.৭৩ শতাংশ, বিচ হ্যাচারির ৯ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৮.৭০ শতাংশ।