1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
দুই প্রতিষ্ঠানে বিনিয়োগের বিষয়ে ডিএসইর সতর্কবার্তা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

দুই প্রতিষ্ঠানে বিনিয়োগের বিষয়ে ডিএসইর সতর্কবার্তা

  • পোস্ট হয়েছে : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
dse-logo

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অস্বাভাবিক হারে বেড়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানি দুটির শেয়ার ও ইউনিটে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত বলে প্রতিষ্ঠানটি সতর্কবার্তা জারি করেছে।

প্রতিষ্ঠান দুটি হলো-ওরিয়ন ইনফিউশন ও আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড।

অরিয়ন ইনফিউশন

ডিএসইতে ১২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৩১ টাকা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ রোববার (২৪ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮ টাকায়।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। যা আগের হিসাব একই প্রান্তিকে ছিল ৬৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৪ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬ পয়সা।

আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। সেই বছর ইপিএস হয়েছিল ২ টাকা ১০ পয়সা।

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড

গত ১৮ ডিসেম্বর ডিএসইতে ফান্ডটির ইউনিটদর ছিল ৯ টাকা। সর্বশেষ রোববার (২৪ ডিসেম্বর) দর বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৮০ পয়সায়। চলতি ২০২৩ অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ২০ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ১৬ পয়সা।

ফান্ডটির ইউনিটহোল্ডারদের জন্য সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরের জন্য ১.২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ফান্ডটির ট্রাস্টি বোর্ড। আলোচ্য সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছে ১৩ পয়সা।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ