1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বারাকা পতেঙ্গার নগদ লভ্যাংশ অনুমোদন
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

বারাকা পতেঙ্গার নগদ লভ্যাংশ অনুমোদন

  • পোস্ট হয়েছে : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

বারাকা গ্রুপের ২য় পাওয়ার প্ল্যান্ট বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১৩ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানা’র সঞ্চালনায় আজ (২৪ ডিসেম্বর) সকাল ১১ টা ৪৫ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।

১৩ তম বার্ষিক সাধারণ সভায় ৫% নগদ লভ্যাংশ অনুমোদন সহ ও অন্যান্য সকল এজেন্ডা শেয়ারহোল্ডারদের ভোটের ভিত্তিতে অনুমোদিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হওয়ার পরে কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানা পরিচালিনা পর্ষদ ও উপস্থিত শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্ব আরম্ভ করেন। চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে বারাকা পতেঙ্গা পাওয়ারের ২০২১ সাল থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হযেছে। কোম্পানিটি বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেডের প্রতিটির মোট শেয়ারের ৫১% বিনিয়োগ করেছে। এছাড়াও, কোম্পানিটি বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি নতুন সিকিউরিটিজ হাউসে মোট শেয়ারের ৫১% বিনিযোগ করেছে।

তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতেও বারাকা পতেঙ্গার অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করে যাচ্ছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর কাদির শাফী, পরিচালনা পর্ষদ এবং শেযারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেন, ২০২২-২৩ অর্থবছরে বারাকা পতেঙ্গার ইপিএস ১ টাকা ৬ পয়সা লোকসানে ছিল এবং শেযার প্রতি নিট সম্পদের মূল্য ৩০ জুন ২০২৩ তারিখে দাঁড়ায় ২৬ টাকা ৮১ পয়সা।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ