1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
gainer-Top-Ten.

বিদায়ী সপ্তাহে (১০-১৪ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ২ লাখ ৮৭ হাজার ২৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৮০ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যালিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার ৬১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৮ কোটি ৮৭ লাখ ৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৫ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৫৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৭ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৯ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্যাসেফিক ডেনিমসের ৮৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকের ৮৪ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা, বিডি থাই অ্যালুমিনিয়ারেম ৭৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৭১ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৭০ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকার, অরিয়ন ইনফিউশনের ৬৮ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকার এবং এসকে ট্রিমসের ৬৪ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ