1. info.aniisur@gmail.com : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. info.saiiful@gmail.com : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
আইপিও-তে আসছে মোবাইল অপারেটর বাংলালিংক
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

আইপিও-তে আসছে মোবাইল অপারেটর বাংলালিংক

  • পোস্ট হয়েছে : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

পুঁজিবাজারে তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসার জন্য বর্তমানে সম্পূর্ণরূপে প্রস্তুত।

তবে নানা কারণে পুঁজিবাজারে পরিস্থিতি অনুকূল নয় বলে বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কোম্পানিটি। বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান সংবাদ মাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।

তিনি বাংলালিংকের পরিস্থিতি পর্যবেক্ষণের কারণ হিসেবে আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং শেয়ারবাজারে টেলিকম কোম্পানিগুলোর প্রত্যাশার চেয়ে দুর্বল পারফরম্যান্সকে উল্লেখ করেন।

তবে ২০২৪ সালের প্রথম ভাগে আইপিও’র মাধ্যমে বাংলালিংক পুঁজিবাজারে আসার সম্ভাবনা সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

এর আগে ২০২২ সালের শুরুর দিকে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড তার পরিশোধিত মূলধনের ১০ শতাংশ অফলোড করে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে থেকে তহবিল সংগ্রহ করার ইচ্ছা প্রকাশ করেছিল।

১০ টাকা অভিহিত মূল্য বা ফেস ভ্যালুতে আইপিওতে কোম্পানিটির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ শেয়ার বিক্রি করতে আগ্রহ দেখিয়েছে। বর্তমানে বাংলালিংকের পরিশোধিত মূলধন ৮ হাজার ৪০০ কোটি টাকা।

সিকিউরিটিজ আইন অনুযায়ী, কোনো কোম্পানির পরিশোধিত মূলধন ১৫০ কোটি টাকার বেশি হলে আইপিওতে পরিশোধিত মূলধনের ন্যূনতম ১০ শতাংশ শেয়ার ছাড়তে হয়। সেই হিসাবে আইপিও–পরবর্তী পরিশোধিত মূলধনের ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হলে কোম্পানিটিকে ৯০০ কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করতে হবে।

বিএসইসি সূত্রে জানা গেছে, বাংলালিংক আইপিওতে আসার আগ্রহ দেখালেও কোম্পানিটির পরিশোধিত মূলধন বেশি হওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি নিশ্চিত করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এজন্য বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, কোম্পানিটি যদি প্রতিবছর সাধারণ বিনিয়োগকারীদের ন্যূনতম ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার নিশ্চয়তা দেয়, তাহলে আইপিওর বিষয়টি বিবেচনা করা হবে। এক্ষেত্রে বিএসইসিও কোম্পানিটিকে এ–ও বলেছে, তালিকাভুক্তির পর যদি কোনো কারণে কোম্পানির মুনাফা কমে যায়, তাহলে উদ্যোক্তাদের আগে সাধারণ বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

বাংলালিংকের শতভাগ মালিকানা রয়েছে নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি ভিওন লিমিটেডের হাতে। ২০২২ সালের আর্থিক প্রতিবেদনে বাংলালিংকের বার্ষিক আয় আগের বছরের চেয়ে ১২.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৭ কোটি টাকায়। প্রথমবারের মতো গত বছর কোম্পানিটির রাজস্ব আয়ে ১২ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। এরই মধ্যে কোম্পানিটির গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটিতে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে বাংলালিংকই হবে সবচেয়ে বড় মূলধনি কোম্পানি। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় মূলধনি কোম্পানি রবি আজিয়াটা। এটির পরিশোধিত মূলধন প্রায় ৫ হাজার ২৩৮ কোটি টাকা। ২০২০ সালের ডিসেম্বরে রবি আজিয়াটা পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর আগে টেলিকম খাতের প্রথম কোম্পানি হিসেবে ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় গ্রামীণফোন। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন প্রায় ১ হাজার ৩৫০ কোটি টাকা।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ