রবিবার (১৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৫৩ লাখ ১৬ হাজার ৪৪৩টি শেয়ার ৩১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৫ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ২৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৩২ লাখ ৬৬ হাজার টাকার রবি আজিয়াটার এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।
এছাড়া এসোসিয়েটেড অক্সিজেনের ৫ লাখ টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৫ লাখ ১১ হাজার টাকার, বিডি কমের ১২ লাখ ২৫ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫৯ লাখ টাকার, বিকন ফার্মার ৫ লাখ ৬৪ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৭৮ লাখ ৮০ হাজার টাকার, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮ লাখ ৬৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ১২ লাখ ৯২ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩০ লাখ টকার, জিবিবি পাওয়ারের ১১ লাখ ৮৮ হাজার টাকার, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৯ লাখ ১০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১২ লাখ ৬০ হাজার টাকার, মতিন স্পিনিংয়ের ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২৪ লাখ ২ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৬০ লাখ ৮৯ হাজার টাকার, এসএস স্টিলের ১ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।