1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
একীভূত লক্ষ্যে ইজিএম করবে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

একীভূত লক্ষ্যে ইজিএম করবে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান শেফার্ড টেক্সটাইলকে (বিডি) অধিগ্রহণ করবে। এই প্রক্রিয়ায় শেফার্ড টেক্সটাইল একীভূত হবে শেফার্ড ইন্ডাস্ট্রিজের সাথে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত বছরের ২২ আগস্ট শেফার্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান শেফার্ড টেক্সটাইলকে একীভূত করার সিদ্ধান্ত নেয়। পরে একীভূতকরণের এই প্রস্তাবে গত ২২ মে হাইকোর্টের অনুমতি দেয়।

আদালতের নির্দেশনায়, কোম্পানিকে এখন শেয়ারহোল্ডারদের মতামত নিতে হবে। এই লক্ষ্যে কোম্পানিটি আগামী ২৫ জুন সকাল ১০টায় অনলাইন প্ল্যাটফরমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। ঘোষিত ইজিএমে অংশ নেওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ১৪ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়। ওইদিন যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে, কেবল তারাই ইজিএমে অংশ নিতে পারবেন।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ