1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বিনিয়োগকারীরা একদিনেই হারালো ৮৩১ কোটি টাকা
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

বিনিয়োগকারীরা একদিনেই হারালো ৮৩১ কোটি টাকা

  • পোস্ট হয়েছে : রবিবার, ১৪ মে, ২০২৩

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান কমেছে। লেনদেন কমে ছয়শ কোটি টাকার ঘরে চলে এসেছে। এক দিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৮৩১ কোটি টাকা। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন দ্বিগুন হয়েছে। সব ধরনের সূচক পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। লেনদেনসহ মূলধনও কমেছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন দ্বিগুন হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৬৩৬ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৯৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। এদিন (রবিবার) বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৫ হাজার ২৭৫ কোটি টাকা। আগেরদিন বৃহস্পতিবার মূলধন হয়েছিল ৭ লাখ ৬৬ হাজার ১০৬ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৮৩১ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৪টি এবং কমেছে ১০৩টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৬টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক শূন্য ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৩ দশমিক ৪০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ১০ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯০ দশমিক ২৪ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৮ দশমিক ৯৩ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে রবিবার লেনদেন হয়েছে ১১ কোটি ৭৭ লাখ টাকা শেয়ার। আগেরদিন বৃহস্পতিবার ১১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন (রবিবার) বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ৪৮৭ কোটি টাকা। আগেরদিন বৃহস্পতিবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫১ হাজার ৫৩৫ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪৮ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৩টি, কমেছে ৬৩টি এবং পরিবর্তন হয়নি ৮২টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৩ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৬ দশমিক ৫৮ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৩ দশমিক শূন্য ৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪ দশমিক ৫৭ পয়েন্ট, সিএসসিএক্স ১৫ দশমিক ৫০ পয়েন্ট এবং সিএসআই সূচক ১ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৫ দশমিক ৫১ পয়েন্টে, ১৩ হাজার ৪৫৬ দশমিক ৯০ পয়েন্টে, ১১ হাজার ৫৮ দশমিক ১৮ পয়েন্টে এবং ১ হাজার ১৬৯ দশমিক ২৪ পয়েন্টে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ